ডা শাহাদাত হোসেন
Published:2022-11-22 22:03:55 BdST
বিএসএমএমইউ-তে সর্বাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার চিকিৎসার প্রশিক্ষণ দিলো টাটা মেমোরিয়াল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ কর্মশালার শুভ উদ্বোধন করেন
বিএসএমএমইউ সংবাদ
______________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে ‘ট্রেনিং কোর্স ফর থ্রিডিসিআরটি ইন হেড নেক এন্ড থোরাসিক ক্যান্সার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় (২১ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ক্যান্সার ভবনে এ কর্মশালা ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজন করে। থ্রিডিসিআরটি হল ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদানের থ্র্র্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ কর্মশালার শুভ উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন, ক্যান্সারসহ সবধরণের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করেছে এবং নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে। এসবের একটাই লক্ষ্য তা হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করা।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সেবার জন্য সব সময় আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশী মনোযোগী হবে।
কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে.পি আগরওয়াল, টাটা মেমোরিয়াল হসপিটালের মেডিক্যাল ফিজিস্ট জোগেশ গাধী, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিক্যাল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসাপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার- ই- মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজধানীর ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালের ৩০ জন ক্যান্সার বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
আপনার মতামত দিন: