ডেস্ক

Published:
2022-10-03 00:06:48 BdST

বিএসএমএমইউ উপাচার্যের মা শতায়ু মোসাম্মৎ হোসনে আরা বেগমের মহাপ্রয়াণ


মমতাময়ী মায়ের পরম সান্নিধ্যে উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি

 

ডেস্ক
________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদের মাতা মোসাম্মৎ হোসনে আরা বেগম আজ ( ২/১০/২২) দুপুর ১২-৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামে

তাঁর নিজ বাড়িতে মহাপ্রয়াণে গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

 তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান।

মহীয়সী নারী, রত্নগর্ভা মোসাম্মৎ হোসনে আরা বেগমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। শোক এপিটাফে তিনি বলেন, হোসনে আরা বেগম একজন মহৎ প্রাণ নারী ছিলেন। তিনি সদা দানশীল ছিলেন। মানুষের সেবায় সবাইকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছেন।

প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার এবং মাননীয় উপাচার্য স্যারকে এই শোক সইবার শক্তি প্রদান করুন, এই প্রার্থনা করি।

মাননীয় উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়