Desk

Published:
2022-07-29 05:41:12 BdST

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএসএমএমইউ উপাচার্য


আজ ২৮ জুলাই ২০২২ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গনভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন

 

ডেস্ক
_______________________

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে   দেখা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকান্ড ও অগ্রগতি এবং অত্যাধুনিক বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ ২৮ জুলাই ২০২২ তিনি গনভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময়ে প্রধানমন্ত্রী বিএসএমএমইউর উপাচার্যের বক্তব্য ধৈর্য ধরে শোনেন। এবং তিনি প্রয়োজনীয় নির্দেশনা ও গাইডলাইন দেন।
বিএসএমএমইউ
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বৈঠক সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানান : "
Guidelines from our beloved Honourable Prime Minister jonoNetry Sheikh Hasina MP on28/7/2022 at Gonobhaban"।
তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে বৈঠকের একটি ছবি পোস্ট করেন এবং উপরোক্ত ক্যাপশন প্রদান করেন।

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন ২৮ আগস্ট


দেশের প্রথম সেন্টার বেইসড বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসাপাতালের শুভ উদ্বোধন হবে আগামী ২৮ আগস্ট। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত এ সুপার স্পেশালাইজড হাসাপাতাল উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার দুপুর ১ টায় (২৮ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ ও মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশ (এমটিইবি) যৌথভাবে আয়োজিত ‘থ্যালাসেমিয়া অ্যান ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পদ্মা সেতুর অর্জনের মত স্বাস্থ্যখাতে সুপার স্পেশালাইজড হাসপাতালও দেশের জন্য একটি বিরাট অর্জন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়