ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-29 23:14:54 BdST

আহ্বায়ক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, সদস্য সচিব ডা. মোঃ শহীদুল্লাহবিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন


 

বিএসএমএমইউ সংবাদ সংস্থা
____________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও সদস্য সচিব হিসেবে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ্ (সবুজ) দায়িত্ব পেয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯ টায় (২৭ জুন ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের ওপেনিং মেম্বারশিপ ড্রাইভ’ অনুষ্ঠানে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ২৪ বছর পর এই প্রথম এ প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নেয়া শিক্ষার্থীদের পেশাগত জীবনের মানোন্নয়ন, উন্নততর করার লক্ষ্য ও ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে এ কমিটি গঠন করা হয়। গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ২৪ বছরের অচলায়তন ভেঙ্গে আমরা অ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু করলাম। এ সংগঠনের সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে পেশার মানোন্নয়নে নানান পদক্ষেপ নেবে। সদস্যদের বিপদে আপদে সবাই একসঙ্গে থাকবে। আমরা খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।
এ আহ্বায়ক কমিটি ঘোষণাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যারা হলেন বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. শাহীন আখতার, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটু, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোছা: সাঈদা শওকত, সহযোগী অধ্যাপক (সার্জারি অনকোলজি) ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক ডা. মো: রসুল আমিন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সংগঠনের প্রথম সদস্য ফরম পূরণ করেন। সংগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট রিসার্চের শিক্ষার্থীরা সদস্য হতে পারবেন।

২.
 
দক্ষতা অর্জনে উন্নত প্রশিক্ষণের বিকল্প নাই: বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, দক্ষতা অর্জনের জন্য উন্নত, গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের বিকল্প নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম পূর্বের তুলনায় অনেক বেশি জোরদার করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই বিশ্ববিদ্যালয়কে সামনে দিকে এগিয়ে নিতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রবিবার (২৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি (ইএনটি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ হেড এন্ড নেক সার্জারি ডিভিশনের অধীনে ১ বছর ফেলোশিপ সম্পন্ন করেছেন তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পদ্মা সেতু থেকে অনুপ্রেরণা প্রাপ্তি নিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছেন, যে চাইলেই আমরাও সব কাজ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও পারি এমন মনোভাব নিয়ে কাজ করতে হবে। দৃঢ় মনোভাব নিয়ে কাজ করলেই আমরা সামনের দিকে এগুতে পারব।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজীব।
স্বাগত বক্তব্য রাখেন এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং এর কোর্স কো-অডিনেটর এবং হেড এন্ড নেক সাজারি ডিভিশনের চিফ সার্জন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়াদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়