ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-06 20:09:42 BdST

প্রত্যেকে ১০টি করে লাগান : বিএসএমএমইউ উপাচার্য


রবিবার সকাল ৮ টায় (৫ জুন ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ



বিএসএমএমইউ সংবাদ দল
__________________________

‘‘কেবল মাত্র একটাই পৃথিবী/ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন” প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমএমইউ) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন করেছে। রবিবার সকাল ৮ টায় (৫ জুন ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় টিএসসি চত্ত্বরে আমলকী, তেজপাতাসহ বিভিন্ন ঔষধি, ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
উপাচার্য বলেন, বৃক্ষ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বৃক্ষ রোপণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সবুজ, শ্যামল, সুন্দর পরিবেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন, করোনা মহামারী আমাদেরকে আরো বুঝিয়ে দিয়েছে অক্সিজেন জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি ১০টি করে গাছ লাগাতে। আর একটি গাছ কাটলে অবশ্যই ১০টি গাছের চারা রোপণ করতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, পরিচালক বিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন ।

২.


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জার্নাল কমিটির এক গুরুত্বপূর্ণ সভা রবিবার ৫ জুন ২০২২ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় মূলবান বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার। এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল হক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
৩.
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
এমএসসি নার্সিং ২০২২ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত ও
ফলাফল প্রকাশ---------

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ সাইন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রাম জুলাই-২০২২ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। শনিবার ৪ জুন ২০২২ খিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলসহ ৮টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে ভর্তি পরীক্ষায় ৯৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ৯২৫ জন অংশগ্রহণ করেন। এবারের ভর্তি পরীক্ষায় মোট ১১টি ডিস্পিলিনে আসন সংখ্যা হলো ৮১টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এমএসসি নার্সিং এ প্রথমবারের মতো ৭টি ডিস্পিলিন চালু করেছে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ ইতোমধ্যে ৬টি ডিস্পিলিন চালু করেছে। চাইল্ড হেলথ নার্সিং এবং মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং ডিস্পিলিন দু’টি উভয় প্রতিষ্ঠান চালু করেছে।
শনিবার দুপুরে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার বিকেল ৪টার দিকে পরীক্ষার ফলাফল উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর কাছে তাঁর কার্যালয়ে হস্তান্তর করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়