ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-03 02:24:13 BdST

সময় মত অফিসে আসতে হবে: বিএসএমএমইউ উপাচার্য


তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক

 

বিএসএমএমইউ সংবাদ দল
_____________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সময় মত অফিসে আসতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিজে নেতা হলে কাজ বেশী করতে হয়। বক্তৃতার চাইতে কাজ বেশী করতে হবে। তিনি আরো বলেন, কর্মচারীদের উন্নয়নে নীতিমালা করাসহ তাদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় (২ জুন ২০২২ খ্রিষ্টাব্দ) এ ব্লকের মিলনায়তনে তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক ও পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মসিউজ্জামান শাহীন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়