ডা সানজিদা শারমিন

Published:
2022-04-29 21:00:16 BdST

২০৪১ সালে চিকিৎসকের সংখ্যা নির্ধারণী সভা অনুষ্ঠিত


 


বিএসএমএমইউ মিডিয়া সেল
__________________________

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বাংলাদেশের উন্নয়ন রূপকল্প-২০৪১ এর মধ্যে দেশের চিকিৎসক সংখ্যা কত হবে, কোন বিষয়ে কতজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে তার নির্ধারণী ‘নিড বেইসড প্রজেকশন অব স্পেশালিস্ট ফিসিসিয়ানস ইন বাংলাদেশ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে (২৭ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এর আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন বিষয়ের দেশবরেণ্য বিশেজ্ঞ চিকিৎসকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতিঅধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, সার্জারি অনকোলজির সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল প্রমুখ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
সভায় আগামীর বাংলাদেশ কতজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, কে কোথায় কিভাবে কাজ করবে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 

https://fb.watch/cHayH_9JF-/

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়