ডা সানজিদা শারমিন

Published:
2022-04-29 20:50:20 BdST

বিএসএমএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাসহ ৩৫জন উচ্চতর গ্রেডে উন্নীত


 

বিএসএমএমইউ মিডিয়া সেল
________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার, চিকিৎসক, কর্মকর্তাসহ মোট ৩৫ জনকে উচ্চতর বিভিন্ন গ্রেডে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সকলকে সমান চোখে দেখে। সবার কাজের মূল্যায়ন করে। দীর্ঘদিন ধরে যারা একই গ্রেডে কাজ করেছেন আমরা তাদেরকে উচ্চরত গ্রেডে উন্নীত করেছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://fb.watch/cHayH_9JF-/

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা. সুলতানা আলগিন পদোন্নতিপ্রাপ্ত সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাকে বিপুল অভিনন্দন জানান। বলেন, এই উচ্চতর গ্রেডে উন্নীতকরণ তাদের মধ্যে কর্মে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। যা বিএসএমএমইউকে আরও গতিশীল প্রতিষ্ঠানে পরিনত করবে।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়