ডা শাহাদাত হোসেন

Published:
2022-04-27 06:21:42 BdST

বিএসএমএমইউ’র ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত


 

বিএসএমএমইউ মিডিয়া সেল
______________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২ খ্রিঃ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রশাসনে আমরা যখন বসেছি তখন পুরাতন অনেক দিন আগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছি। আমরা চাই সবাই ভাল থাকুক। রোগীর সেবাদাতারা ভাল থাকলে রোগীদের সেবায় কোন বিঘ্ন হবে না। আমি আশা করব, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সবাই নিয়মের মধ্যে থেকে কাজ করবেন। পরকালেও এসব ভাল কাজ আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ দায়িত্ব নেবার পর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২০ বছর ধরে কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়।ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৯০০ কর্মচারীর চাকরী নিয়মিতকরণ করা হয়েছে। বাকিদের বর্তমান প্রশাসন চাকরি নিয়মিত করণের পরিকল্পনা হাতে নিয়েছে।
--------
বিএসএমএমইউতে জাতীয় পুষ্টি সপ্তাহে সেমিনার

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে ‘‘নিউট্রিশন ঃ অপরটিউনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় (২৬ এপ্রিল ২০২২খ্রিঃ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের যত অর্জন ও সামনের দিকে এগিয়ে যাওয়া তার সব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিশিনারী লিডার না হলে, ওই সময় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের মত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো গঠন করা সম্ভব হতো না। সেই সময় বসে বঙ্গবন্ধু জনগণের স্বাস্থ্যসেবা দানের নানান প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন।
তিনি বলেন, আমরা উত্তরবঙ্গের মঙ্গা দেখেছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নয়মূলক কর্মকা- বাস্তবায়নের ফলে উত্তরবঙ্গের মঙ্গাকে জয় করে এগিয়ে যাচ্ছে দেশ।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এক সময় দেশে প্রতি বছর ৩০ হাজার শিশু রাতকানা রোগে আক্রান্ত হত। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে রাতকানা রোগ দেশ থেকে নির্মুল হয়েছে। রাতকানা রোগীর প্রায় ১% এ নেমে এসেছে। এটি সম্ভব হয়েছে ইপিআই সেন্টারের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরোতে ভূষিত করেছে আর্ন্তজাতিক সংস্থা।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। এখন আর গ্রামের মায়েরা টিনের কৌটার দুধ বাচ্চাদের খাওয়ান না। বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। যেসব ওয়ার্কিং মা আছেন, সেসব মারা যদি বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তবে তারা সুস্থ থাকবে, বেশী কর্মক্ষম হয়ে ওঠবেন।
অনুষ্ঠানে প্যানেল বক্তা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, দ্যা অবস্ট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-র সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম বক্তব্য রাখেন।
এছাড়াও সেমিনারে স্পিকার হিসেবে নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, ওজিএসবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. গুলশানা আরা বক্তব্য রাখেন।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়