ডা সানজিদা শারমিন

Published:
2022-04-26 18:22:04 BdST

সারা বিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে ৩ হাজার বেডের:বিএসএমএমইউ হতে চলেছে পঞ্চম


 

 

বিএসএমএমইউ মিডিয়া সেল
________________________


সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে   ৩ হাজার বেডের হাসপাতাল। সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩ হাজার বেডের হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
সোমবার সাড়ে ৪ টায় (২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ কর্মসূচির আয়োজন করে শাখা স্বাচিপ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের চিকিৎসকদের নিপীড়ন করা হতো। তাদের নিপীড়নে একজন চিকিৎসক তো মৃত্যুবরণ করলো। স্বাচিপ সেই অবস্থার মধ্যে ওঠে আসা সংগঠন। স্বাচিপ একটি ঐক্যবদ্ধ সংগঠন।
স্বাস্থ্যক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিলেন। অথচ সেই দেশের বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন দারিদ্র বিমোচন ও উন্নয়নের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিশ্ব বাসীর সামনে তুলে ধরেছেন।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরিশ্রম করে স্বাস্থ্যখাতকে আজকের অবস্থায় নিয়েএসেছেন। স্বাস্থ্যখাতে আগে ৮ হাজার ৩১২ জন চিকিৎসক ছিল মাত্র। সেই সংখ্যাকে জননেত্রী শেখ হাসিনা ২৫ হাজারের বেশী চিকিৎসক ক্যাডারে উন্নীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা বিগত ৫ বছরে ২০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত দুই বছরে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সারা বিশ্বে ২৬তম রাষ্ট্রপ্রধান ও দক্ষিণ এশিয়ায় ১ম হয়েছেন। করোনার সময় জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে ৪১ হাজার কোটি বরাদ্দ দেন। সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে মাত্র ৩ হাজার বেডের হাসপাতাল। সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩ হাজার বেডের হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে স্বাধীনতাকে রক্ষা করার জন্য সবাই, স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনার জন্য কাজ করার আহ¦ান জানান অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
স্বাচিপ বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী, অধ্যাপক ডা. নীহার রঞ্জন, অধ্যাপক ডা. মোস্তফা জামান, অধ্যাপক ডা. জুহুরুল হক সাচ্চু, স্বাচিপের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, বিএসএমএমইউ শাখা স্বাচিপের যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহকারী অধ্যাপক ডা. আব্দুল আলীম, সহকারী পরিচালক ডা. মেহেজাবিন শাওলী, মেডিক্যাল অফিসার ডা. রাজীব সাহা, ডা. হাসানুল হক নিপুন, ডা. জাকির হোসেন, রেসিডেন্ট ডা. মোহাম্মদ হাসান, ডা.তালহা জিনান প্রমুখ।

 



বিশ্বের সর্বাধিক রোগী সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকায় স্থান পাচ্ছে বিএসএমএমইউ

 

অন্তর সাহা
________________________

বিশ্বের সর্বাধিক সংখ্যক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকায় ১০ নম্বরে আছে গুজরাটের আমেদাবাদ সিভিল হাসপাতাল। ২০ ১৯ সালে নতুন আরও ১২০০ বেড যোগ করে হাসাপাতালটি ২৮০০ বেডের হয়। ঢুকে যায় বিশ্বের সর্বাধিক মানুষকে সেবাদানকারী টপ টেন তালিকায়।

এ লেখায় বিশ্বের সর্বাধিক সংখ্যক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতালগুলোর বিবরণ দেয়া হল।

 

মে মাসেই চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইাজড হাসপাতাল। এটা চালু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৩০০০ বেডের হাসপাতালে পরিনত হবে। বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী টপ টেন তালিকায় স্হান করে নেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।বিএসএমএমউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন,

সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে ৩ হাজার বেডের হাসপাতাল। সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩ হাজার বেডের হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা রয়েছে।
নিন্দুকদের কাছে অবিশ্বাস্য হলেও সত্য,
তখন ঢাকা মেডিকেল হবে বিশ্বের টপ সর্বাধিক রোগিকে সেবাদানকারী দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। আসুন টপ টেন বাকি ৯টি হাসপাতাল সম্পর্কে জেনে নিই।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান হেল্থকেয়ার -এর কাছে পাওয়া যায় বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকা।



৯ নম্বর ----
এই তালিকায় ৯ নম্বরে রয়েছে তাইপে ভেটারানস জেনারেল হাসপাতাল। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত। বেড সংখ্যা ৩০০০।

৮ নম্বর -----

৮ নম্বরে আছে কেরালার কোঝিকোড়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এটা কালিকট মেডিকেল কলেজ হিসেবেও জগতবিখ্যাত। কেরালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা কালিকট মেডিকেল কলেজ মানসিক বিদ্যা শিক্ষায় জগতসেরা। সারা ভারতের মধ্যে সর্বাধিক রোগী সেবী এই হাসপাতাল। বেড সংখ্যা ৩০০০ ।

৭ নম্বর----
৭ নম্বরে আছে জোহানেসবার্গের ক্রিস হানি বারাগনাথ হাসপাতাল। দক্ষিণ আফ্রিকার হাসপাতালটিতে রয়েছে ৩৪০০ বেড।

৬ নম্বর ----
ন্যশনাল হাসপাতাল অব শ্রী লংকা। কলম্বোর এই হাসপাতাল ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত। বেডসংখ্যা ৩৪০৪। ক্যাথলিক নান পরিচালিত এই হাসপাতাল জগত সেরার একটি।

৫ নম্বর-----

ক্লিনিকাল সেন্টার অব সার্বিয়া । বেড সংখ্যা ৩৫০০ । এটা সারা ই্ওরোপের মধ্যে একমাত্র সর্বাধিক রোগী সেবী এই হাসপাতাল।


৪ নম্বর ---
টার্কির আংকারা বিলকেন্ট সিটি হাসপাতাল। ২০১৯ এ প্রতিষ্ঠিত। বেড সংখ্যা ৩৮০০ ।


৩ নম্বর----
তাইওয়ানের লিংকোও চ্যাঙ গুং মেমোরিয়াল হাসপাতাল। বেড সংখ্যা ৪০০০।

২ নম্বর -----
ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার। ১৯১০ সালে খ্রীস্টান মিশনারীরা এটা প্রতিষ্ঠা করেন। বেড সংখ্যা ৪৩০০।


১ নম্বর ------
বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী
১ নম্বর হাসপাতাল হল ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব জেংঝু। এটার বেড সংখ্যা ৭০০০ ।

 

https://fb.watch/cHayH_9JF-/

 

https://fb.watch/cHayH_9JF-/

 

 

 

বিএসএমএমইউতে বৃহত্তর কুমিল্লার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত বৃহত্তর কুমিল্লার (কুমিল্লা,চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এর আয়োজন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ^বিদ্যালয়ে ৯০০ জন কর্মচারীকে নিয়মিত করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের কাজে রেগুলারিটি এসেছে। যদি এ প্রশাসন কিছু দিন থাকতে পারে, আশা করি, এ বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে আপনাদের নিয়ে সমাধান করতে পারব।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত অনিয়মিত কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, আমার প্রশাসন বাকী অনিয়মিত কর্মচারীদের কিভাবে নিয়মিত করা যায়, সে বিষয় কর্মপরিকল্পনা করছে। আমার প্রশাসন সময় পেলে এ বিশ্ববিদ্যালয়ের বাকী কর্মচারীদেরও নিয়মিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, রমজানের সবার উচিত কম খাওয়া, বেশি দেয়ার মানসিকতা গড়ে তুলা। এলাকার মানুষের মধ্যে ঐক্যবদ্ধ থাকা ভাল, তবে তা যেন আঞ্চলিকতায় রূপ না নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ফিসিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তসলিম উদ্দিন আহমেদ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিঃ জেঃ ডা. নজরুল ইসলাম খান।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়