Dr. Aminul Islam

Published:
2022-04-07 02:05:46 BdST

বিএসএমএমইউতে ‘আউটকাম বেইসড কারিকুলাম’ শীর্ষক কর্মশালা:গবেষণার উপর গুরুত্ব আরোপ


 

সংবাদ দাতা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘আউটকাম বেইসড কারিকুলাম (মেডিসিন ফ্যাকাল্টি)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ ইনিস্টটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ( আইকিউএসসি) এ কর্মশালার আয়োজন করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গবেষণার উপর গুরুত্বআরোপ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিইউএসি’র পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু।

রিসোর্স বক্তা ও অন্যান্য হিসেবে অংশ নেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, বিএসএমএমইউর মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এবং আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারহীন হাসান প্রমুখ সহ বিএসএমএমইউ র বিভিন্ন বিভাগের প্রফেসর গন।

বিএসএমএমইউতে হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
______
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসাপাতাল ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল ২০২২ খ্রি:) বেলা ১১ টায় উপ উপাচার্য (প্রশাসন) মহোদয়ের কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ হাসপাতাল ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্য উপস্থিত বিশেজ্ঞদের মতামত গভীর মনোযোগসহকারে শুনেন। পাশাপাশি তিনি বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

সভায় বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক, বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক ব্রি. জে. ডা. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সেবা তত্ত্বাবধায়ক সন্ধ্যা রানী সমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ফরেনসিক মেডিসিন বিভাগের সাথে উপাচার্য মহোদয়ের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ছাড়াও উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম অংশগ্রহণ করেন।

 

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়