Dr. Aminul Islam

Published:
2022-03-30 02:09:24 BdST

উপাচার্যের ১ বছর : গৃহীত কার্যক্রম সমূহ নিয়ে সংবাদ সম্মেলনবিএসএমএমইউর অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালু প্রক্রিয়াধীন রয়েছে


বিএসএমএমইউ উপাচার্য সংবাদ সম্মেলনে। ছবি বিএসএমএমইউ মিডিয়া সেল

 

বিএসএমএমইউ মিডিয়া সেল
___________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর দায়িত্ব গ্রহণের ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রম সমূহ নিয়ে আজ ২৯ মার্চ ২০২২ইং তারিখ সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাসহ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গত এক বছরে চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। শুধু প্রশংসা নয়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। আমি মনে করি, গঠনমূলক সমালোচনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। গত এক বছরের মতো আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা শুরু করতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশিত গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আরো জোরদার গতিতে নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রেও দেশের প্রধানতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের চিকিৎসাসেবা ও সকল ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হওয়ার অপেক্ষায় থাকা দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদেরকে চিকিৎসাসেবার জন্য আর বিদেশে যেতে হবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল ও সম্প্রসারণ করার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্সও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ গত ২৯ মার্চ ২০২১ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গত ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রমের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হাসপাতালের অভ্যন্তরে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, বেতার ভবনে ১০০ শয্যা করোনা ইউনিট এবং ননকোভিড রোগীদের জন্য ১০ বেডের নতুন আইসিইউ ইউনিট এর উদ্বোধন, জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের গবেষণার ফলাফল প্রকাশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল চালু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতিকক্ষ কেবিন-১১৭ শুভ উদ্বোধন, নন- রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের ভাতা প্রদান, বন্ধ থাকা টিএসসি চালু, ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট চালু, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের যাত্রা শুরু, রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিক চালু চালু, প্যাথলজি বিভাগের সাইটোজেনেটিকস ল্যাব এ ফিস টেস্টের উদ্বোধন, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ইমারজেন্সী ল্যাব উদ্বোধন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী আয়োজন, প্রবীণ দিবসে প্রবীণদের পুষ্টিসহ ৩টি গবেষণার ফলাফল প্রকাশ করা, রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু, অর্থোপেডিক সার্জারি বিভাগে আরর্থ্রোস্কোপি ইউনিটে না কেটেই সফলভাবে শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপির মাধ্যমে ব্যাংকার্ট রিপেয়ার কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন, প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথমবারের মতো হেলথ কার্ড চালু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উদযাপন, সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগে ডিম্বাশয়ে স্টেম সেল থেরাপি প্রতিস্থাপনের মহতী কার্যক্রমের উদ্বোধন, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগে স্থাপিত স্বয়ংক্রিয় জীবাণু সনাক্তকরণ. এ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতার মাত্রা নির্ধারণের মেশিনের কার্যক্রমের উদ্বোধন, শিশু সার্জারি বিভাগে স্কিল ল্যাব, ডিজিটাল লাইব্রেরি ও ৩টি ডিভিশন এবং হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক চালু, কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট (ফিকাল ইমিউনোকেমিকেল টেস্ট-ফিট) চালু, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন, মেলনিউট্রিশন ক্লিনিকের উদ্বোধন, প্লানেটারি হেলথ একাডেমিয়ার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হজকিনস লিম্ফোমায় আক্রান্ত ১২ বছর বয়সী রোগী শ্রাবণ ¯œ্যালকে চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণ, মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এবং টুঙ্গিপাড়া উপজেলায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম ও স্বাস্থ্য ক্যাম্প কর্মসূচি পালন, লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা টেইস চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন, মুজিব শতবর্ষ উপলক্ষে শতাধিক নন রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের (চিকিৎসকদের) বৃত্তি প্রদান, রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জন্স অফ গ্লাসগো থেকে মাননীয় উপাচার্য মহোদয়ের এফ.আর.সি.এস ডিগ্রী লাভ, প্যাথলজিভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি ও মাসব্যাপী হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে বিসিএসআইআর এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর, টোকিও বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়, অক্সফোড বিশ্ববিদ্যালয় সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর, শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় সোজাকরণ ইউনিটের উদ্বোধন, কোভিড-১৯-এর ৭৬৯টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ, গাইনোকোলজিক্যাল অনকোলজি ওপিডি স্পেশাল ক্লিনিকের উদ্বোধন, দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান, ৯৩৭টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ, কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ, ৯০০ শত কর্মচারীদের স্থায়ীকরণ এবং ৭০০ শত নতুন নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, কোর্স আউট শিক্ষার্থীদের সুযোগ প্রদান, রেসিডেন্ট, নন-রেসিডেন্টদের জন্য বৃত্তির ব্যবস্থা, রেকর্ড রুম ডিজিটালাইজড করার নির্দেশ প্রদান, অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিক্যাল চিকিৎসা শিক্ষার বইয়ের মোড়ক উম্মোচন, কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ, দেশেই রোগ প্রতিরোধ ও মৌলিক গবেষণার নবদিগন্তের দার উন্মোচন, ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরী প্রদান, রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম (আবেশন) অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাথে গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর সাক্ষাৎ, প্রথমবারের মতো বাংলাদেশ বেতার ভবনে পুষ্পস্তবক অপর্ণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু, পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড থ্যালাসেমিয়া ডে-কেয়ার সেন্টার ও শিশু পালমোলজি ওয়ার্ড এবং মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশের উদ্বোধন, বিশ্ব কিডনী দিবস ও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২২ উদযাপিত, খাদ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে ৩টি গবেষণার ফলাফল প্রকাশ, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ১০০ আলোকচিত্র নিয়ে প্রর্দশনী ও শিশুদের ফটোগ্যালারীর উদ্বোধন, ১৭ মার্চ ২০২২ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ফ্রি সার্জারি ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপিত এবং গত ১৮ মার্চ ২০২২ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২২ইং শিক্ষাবর্ষের স্নাতকোত্তর কোর্সসমূহের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন ইত্যাদি।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়