Dr.Liakat Ali
Published:2022-03-10 09:31:05 BdST
'গুণী চিকিৎসক, সুলেখক এবং দক্ষ প্রশাসক, ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন'
বই প্রকাশ অনুষ্ঠান
বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
______________
বাংলা একাডেমিতে এক বই উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেন। তার এত ব্যস্ততার মাঝেও তিনি লিখে যাচ্ছেন এটা একটি বিস্ময়কর ব্যাপার। তিনি যেমন গুণী চিকিৎসক, তেমনি সুলেখক এবং দক্ষ প্রশাসক। চিকিৎসক সমাজের জাতীয় নেতা ও গুরুত্বপূর্ণ সংগঠক। বৈচিত্র্যময় জীবনের অধিকারী অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ লিখিত বই “চেতনায় বঙ্গবন্ধু মননে জননেত্রী” ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বড় পাওয়া। যা বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের কান্ডারি জননেত্রী শেখ হাসিনাকে জানতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আজ বুধবার ৯ মার্চ ২০২২ইং তারিখে বিকাল ৪টা ৩০ মিনিটে অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এর সোহরাওয়ার্দী উদ্যান (বইমেলার) মোড়ক উম্মোচন মঞ্চে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর লেখা বই
“চেতনায় বঙ্গবন্ধু মননে জননেত্রী” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময়ে বক্তারা একথা বলেন।
বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এর নক্ষত্র প্রকাশনীর স্টল নং-৯৯ এ পাওয়া যাচ্ছে। বইটি প্রথম দিনেই পাঠকপ্রিয়তা পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংসদ ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, শিক্ষক অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, লেখক ও শিক্ষক সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন,ডিএমপির গোয়েন্দা (রমনা) বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আযীমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
“চেতনায় বঙ্গবন্ধু মননে জননেত্রী” বই এর লেখক উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই অনুভূতি থেকেই আমার এই প্রয়াস। স্বাস্থ্যখাতকে ও দেশের সামগ্রিক বিষয়কে যেভাবে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের পথেই এগিয়ে চলছেন জননেত্রী শেখ হাসিনা।
আপনার মতামত দিন: