Dr.Liakat Ali

Published:
2022-03-10 07:45:14 BdST

বিএসএমএমইউর শিক্ষকদের বিরুদ্ধে দায়ের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত


 


বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
_________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকদের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলাটি নিরপেক্ষভাবে তদন্তকাজে সহযোগিতা করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সহ বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসক সমাজ। ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক নিয়োগে নানা অভিযোগ উঠলে শিক্ষক ও চিকিৎসকরা এর প্রতিবাদ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪৮ জনকে আসামি করে মামলা করে। সম্প্রতি মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন আদালত।
এই ধরণের মামলার নজির নেই বলেও শিক্ষকবৃন্দ উল্লেখ করেন এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হয়েছেন বলে তারা উল্লেখ করেন।
এদিকে আজ বুধবার ৯ মার্চ ২০২২ইং তারিখে মামলা থেকে অব্যাহতির নোটিশ পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যারের সাথে তাঁর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নেতৃবৃন্দ সাক্ষাত করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. মোঃ আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. (আর.এস) জেনারেল সার্জারি ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মানিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সার্বিক সহায়তার জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান। এসময় মাননীয় উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়