Dr. Aminul Islam

Published:
2022-03-10 02:06:53 BdST

বিএসএমএমইউর জেনারেল সার্জারির অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম অবসরে গেলেন


অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বিএসএমএমইউতে। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ ৯ মার্চ ২০২২ইং তারিখে সি ব্লকে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

সংবাদ দাতা
________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম অবসরে গেলেন। বর্ণাঢ্য কর্মজীবন তাঁর, হাজারো রোগীর সেবা দিয়েছেন বিএসএমএমইউতে। হাজারো রোগীকে দিয়েছেন জীবনের নতুন দিশা। তাঁর দক্ষ হাতে হাজারো রোগী নতুন জীবন পেয়েছেন।

তাঁর অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বিএসএমএমইউতে।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ ৯ মার্চ ২০২২ইং তারিখে সি ব্লকে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

এসময় এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা ঘটে। অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলমের সহকর্মী, শিক্ষার্থী, অনুরাগীরা তাঁর বর্ণময় কর্মজীবন এবং সজ্জন পরোপকারী মানুষ তার পরিচয় তুলে ধরেন।

ওদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যারের সাথে আজ তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নেতৃবৃন্দ সাক্ষাত করেন।এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সদস্য সচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. (আর.এস) জেনারেল সার্জারি ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সার্বিক সহায়তার জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান। এসময় উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়