Dr. Aminul Islam
Published:2022-02-28 06:10:46 BdST
৪২তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারনব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কাছে যে মানবিক আহ্বান জানালেন বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
আজ রবিবার ২৭ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। সভাপতিত্ব করেন সচিব লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে তাঁদের রোগীদের সেবায় বেশি করে আত্মনিয়োগ করার আহ্বান জানান। উপাচার্য বলেন, বাংলাদেশে চিকিৎসা পেশায় নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সংখ্যার দিক দিয়ে পুরুষের থেকে চিকিৎসা পেশায় নারীরা অনেক এগিয়ে রয়েছেন। তবে বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিয়ে নারী চিকিৎসকদের সাথে সাথে সংখ্যার দিক দিয়ে পুরুষ চিকিৎসকদেরও সমানতালে এগিয়ে আসতে হবে, সুযোগ তৈরি করতে হবে এবং এ বিষয়ে নীতিনির্ধারণী কর্তৃপক্ষকেরও ভাবা উচিত।
আপনার মতামত দিন: