Ameen Qudir
Published:2017-02-19 16:16:31 BdST
বিএসএমএমইউতে ৪০ টাকার ভিজিটে গিয়ে আইনজীবী যে দৃশ্য দেখলেন
ডাক্তার প্রতিদিন
___________________________
কাজী ওয়াসিমুল হক দেশের একজন তরুণ প্রথিতযশা আইনজীবী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়েছিলেন রোগী হয়ে।
কী অভিজ্ঞতার মুখে পড়লেন তিনি; কেমন চিকিৎসা দিলেন "কসাই ডাক্তার"রা। তা লিখেছেন নিজের মত করে ।
কাজী ওয়াসিমুল হক লিখেছেন,
প্রায় এক সপ্তাহ ধরে গোড়ালির ব্যাথায় কুপোকাত অবস্থায় আছি, আজ অসহ্য মনে হওয়ায় হাতের কাছে বিএসএমএমইউ তে চলে গেলাম, ডাক্তার দেখানোয় মোট খরচ হল ৪০ টাকা, ১০ টাকা টিকেট, ৩০ টাকা সরকারী ফী ।
দেখা পেতে সময় লাগলো আনুমানিক ১০ মিনিট, ডাক্তার সাহেব ২ মিনিটের মধ্যে আমাকে দেখে পেসক্রিপশন লিখে দিলেন।
উল্লেখ্য যে উনি আমার দেশের বাড়ি বা আমার পোষা বেড়াল (আপাতত নেই) সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেননি, আরো উল্লেখ করা যেতে পারে যে উনি অস্থিবিদ্যার চিকিৎসক হওয়ায় জনৈক রুগীর পাইলসের চিকিৎসা করতে অস্বীকৃতি জানাচ্ছিলেন।""
এই হল অনু সন্ধিৎসু একজন তরুণ আইনজীবীর অভিজ্ঞতা। তারপরও দেশে ডাক্তারদের গালমন্দ করার লোকের অভাব নেই।
যে দেশে অর্থোপেডিক্সএ গিয়ে রোগীরা পাইলসের চিকিৎসা দাবী করে, সেটা না পেলে মারমুখো হয়, সেদেশে রোগী কল্যান, ডাক্তার কল্যান ও সুরক্ষা এবং রোগী মটিভেশনের আইনও দরকার। দাবী ভুক্তভোগীদের।
আপনার মতামত দিন: