Dr. Aminul Islam
Published:2022-02-10 04:05:49 BdST
বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কাজ মার্চের মধ্যে শেষ করার জোর নির্দেশ উপাচার্যের
বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ মিডিয়া সেল
____________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নির্মাণাধীন ৭০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম চলতি বছরের মার্চের মধ্যে সম্পন্ন করার জোরালো নির্দেশ দিয়েছেন। উপাচার্য বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু হলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে। এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবা খাত অনেক দূর এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় নব দিগন্তের দ্বার উন্মোচিত হবে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য মহোদয় সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম, হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহরসহ যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, পরিচালক ( বিএসএমএমইউ হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপাচার্য আজ ৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)তে অনুষ্ঠিত স্লিপ এ্যাপনিয়া ডিজিস এর উপর অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় মূল্যবান বক্তব্য রাখেন । সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান ও নিউজ: প্রশান্ত মজুমদার।
আপনার মতামত দিন: