Dr. Aminul Islam
Published:2022-02-07 06:02:23 BdST
বিএসএমএমইউর পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান, যা করতে হবে
বিএসএমএমইউ সংবাদ দাতা
____________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজ রোববার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২২- মার্চ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।’
একাডেমিক ও অন্যান্য যোগ্যতা
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালযয়ের মেডিসিন, সার্জারি, বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিকাল সাইন্স, ডেনটিস্ট্রি, পেডিয়াট্রিক্স, প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন এ ছয় অনুষদের যেকোন একটির অধীনে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।’
১.আবেদনকারীকে অবশ্যই এমবিবিএস, বিডিএস অথবা বিএমডিসির অনুমোদিত সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. আবেদনকারীকে অবশ্যই এমএস/ এমডি/এম.ফিল/এফসিপিএস/এমপিএইচ অথবা যেকোন বিএমডিসির অনুমোদিত ডিগ্রি থাকতে হবে।
৩.শিক্ষকতা পেশায় যুক্ত চিকিৎসকরাও যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে পারবেন।
৪.এ ছাড়া উচ্চশিক্ষা নিচ্ছেন চিকিৎসকরাও যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে পারবেন।
ভর্তি ফি ও আদায়ের পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,চার হাজার টাকা (অফেরতযোগ্য) পূবালী ব্যাংক শাহবাগ শাখার (০৯৪৭১০২০০১৭৩১) অ্যাকাউন্টে অথবা পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
আপনার মতামত দিন: