Dr.Liakat Ali

Published:
2021-12-22 09:19:21 BdST

‘মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স পাঠানোর উজ্জ্বল সুযোগ রয়েছে’ : বিএসএমএমইউ উপাচার্য


বিএসএমএমইউ উপাচার্য

 


বিএসএমএমইউ সংবাদ দাতা
_______________
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ইং তারিখে উপাচার্যর গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর অবশ্যই সফল হবে। দুই দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ বন্ধন আরো সুদৃঢ় হবে। বর্তমানে মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা রয়েছে। এই উভয় দেশেই চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রেরণ করার উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তবে এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে। উপাচার্য বিবৃতি আরো বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিরাট অবদান রাখবে।
বিএসএস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আগামীকাল ২২ ডিসেম্বর ২০২১ইং তারিখ দুপুরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, বন্দী বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দু’টি চুক্তি ও দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার, বন্দী বিনিময়, এবং দু’টি সমঝোতা স্মারকসহ চারটি চুক্তি সই হবে। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। একই দিন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ডিসেম্বর বিকেলে ঢাকা পৌঁছবেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়