Dr. Aminul Islam

Published:
2021-12-05 06:12:20 BdST

ওমিক্রন মোকাবেলায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিএসএমএমইউ উপাচার্য


বিএসএমএমইউ উপাচার্য

 

 

বিএসএমএমইউ সংবাদ দাতা
______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর কার্যালয়ে আজ শনিবার ৪ ডিসেম্বর ২০২১ইং তারিখে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় উপাচার্য করোনা ভাইরাসের আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেনোম সিকোয়েন্সিং করার জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এবং ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ওমিক্রনের স্যাম্পল পেলেই জেনোম সিকোয়েন্সিং শুরু করা হবে। এসময় উপাচার্য করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কিনা এবিষয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। মাননীয় উপাচার্য মহোদয় এসময় জানান, বুস্টার ডোজ নিতে হবে কিনা সে বিষয়ে শীঘ্রই জানানো হবে। ওমিক্রন প্রতিরোধ করার জন্য বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আগত যাত্রী সাধারণের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। গুরুত্বপূর্ণ এই সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়