Dr. Aminul Islam

Published:
2021-11-30 23:19:37 BdST

কেবিন ব্লকের অতিমারীর আইসিইউ সাধারণ রোগীদের জন্য খুলে দিলেন উপাচার্য


 

বিএসএমএমইউ সংবাদদাতা
______________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আইসিইউ সাধারণ রোগীদের (নন কোভিড রোগী) জন্য উম্মুক্ত করা হয়েছে।রবিবার ২৮ নভেম্বর ২০২১ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের করোনা ইউনিটের আইসিইউ করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে আসার কারণে সাধারণ রোগীর কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। সকালে তিনি কেবিন ব্লকের আইসিইউ পরিদর্শন করেন ও সাধারণ রোগীদের জন্য আইসিইউটি চালু করেন। ইতোমধ্যে সেখানে নন কোভিড রোগীদের ভর্তি শুরু হয়েছে। তবে করোনা রোগীদের জন্যও আইসিইউ সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই কেবিন ব্লকে করোনা ইউনিট চালুর দিন থেকে কেবিন ব্লকের আইসিইউ ইউনিটটি করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

নন কোভিড রোগীদের জন্য কেবিন ব্লকের আইসিইউ উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ডা. নজরুল ইসলাম খান, এ্যানেসথেসিয়া, এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক, অধ্যাপক ডা. একে কামরুল হুদা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়