Dr.Liakat Ali

Published:
2021-10-24 06:38:57 BdST

হাড়ের যেন না হয় ক্ষয়


 


বিএসএমএমইউ সংবাদ দাতা
___________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে আজ শনিবার ২৩ অক্টোবর ২০২১ইং তারিখে র‌্যালি ও সেমিনারসহ নানা আয়োজনে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০২১ উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শফিকুল আলম, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, অধ্যাপক ডা. মোঃ কামরুল আহসান, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালির শেষে ডি ব্লকে ‘অস্টিওপোরোসিস ডায়াগনোসিস, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, হাড়ের সুরক্ষায় মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। নিয়মিত ব্যয়াম করতে হবে তবে বয়স্কদের ক্ষেত্রে ভারী ব্যয়াম করা উচিত নয়। বিছানা থেকে উঠানামার সময় এবং বাথরুমে পড়ে গিয়ে হাড়ের ফ্রাকচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাথরুম যাতে ভিজা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশি করে সবুজ শাক সবজি খেতে হবে। ভিটামিন ডি এর পাশাপাশি ম্যাগনিসিয়াম খাওয়ারও প্রয়োজন রয়েছে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে গবেষণার প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক, চিকিৎসকদের প্রতি আহবান জানান। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়