Dr. Aminul Islam

Published:
2021-10-17 01:25:11 BdST

বিএসএমএমইউতে বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস ও বিশ্ব স্পাইন দিবস উদযাপিত


 

বিএসএমএমইউ সংবাদ দাতা
________________

সারা বিশ্বের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ১৬ অক্টোবর ২০২১ইং তারিখে র‌্যালি ও সেমিনারসহ নানা আয়োজনে ১৭৫তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

একই সঙ্গে এদিন সাড়ম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
বিশ্ব স্পাইন দিবস ২০২১ উদযাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিক্যাল টেকনোলজি অনুষদে ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, নার্সিং অনুষদে ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, এ্যানেসথেসিয়া, এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
বিশ্ব স্পাইন দিবস ২০২১ উদযাপিত

সারা বিশ্বের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ১৬ অক্টোবর ২০২১ইং তারিখে র‌্যালি ও সেমিনারসহ নানা আয়োজনে বিশ্ব স্পাইন দিবস ২০২১ উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খান, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবি বিএসএমএমইউ মিডিয়া সেল

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়