Dr. Aminul Islam

Published:
2021-10-13 22:20:31 BdST

এই গবেষণা বাংলাদেশসহ ১৩টি দেশে পারকিনসন্স ডিজিজের রোগীদের উন্নত চিকিৎসায় ব্যাপক ভূমিকা রাখবে : বিএসএমএমইউ উপাচার্য


 


বিএসএমএমইউ সংবাদ দাতা
___________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পটি বাংলাদেশসহ ১৩টি দেশে পারকিনসন্স ডিজিজে আক্রান্ত রোগীদের ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রদানের জন্যে ব্যাপক ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। যেহেতু পারকিনসন্স ডিজিজ বয়স্ক লোকদের বেশী আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই বাংলাদেশে এ ধরণের গবেষণা উক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা রাখবে। আজ মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ইং তারিখে সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্দ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রুপসী বাংলা বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পারকিনসন্স ডিজিজ এ আক্রান্ত রোগীদের তথ্য ভান্ডার (ডাটাবেস) তৈরির জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিউরোলোজী বিভাগ, সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ, মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্দ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রুপসী বাংলা বলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত তথ্য ভান্ডার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। প্যানেল অফ এক্সপাট হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. আনিসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আনোয়ার উল্লাহ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কুরাইশী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স জয়েন্ট ডাইরেক্টর অধ্যাপক ডা. বদরুল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল। ১৩টি দেশের সমন্বয়ে (বাংলাদেশ, ভারত পাকিস্তান, সউদী আরব, ইউএই, ওমান, মরক্কো, তিউনিশিয়া, সিরিয়া, বাহারাইন, কুয়েত, ইরান, মিশর) পরিচালিত এই তথ্য ভান্ডারের মূল গবেষক ডা. জাওয়াদ আহমেদ বা জাওয়া সউদী আরব থেকে জুম এর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়