ডেস্ক

Published:
2021-10-10 22:38:31 BdST

বিএসএমএমইউতে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ


 


বিএসএমএমইউ সংবাদ দাতা
________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
বিএসএমএমইউ র বাংলাদেশ বেতার ক্যাম্পাসে এ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জায়গা বরাদ্দ হতে পারে।
বিএসকে উপাচার্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ৪দিনের বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ সংক্রান্ত আশ্বাস দেন।

৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট , বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহ বিভিন্ন মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ ।



আজ ১০ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময়ে মনোরোগবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, বিভাগ চেয়ারপারসন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা সালাউদ্দীন কাওসার বিপ্লব, অধ্যাপক ডা. মহসীন আলী শাহ, অধ্যাপক ডা. সুলতানা আলগিন, সহযোগী অধ্যাপক ডা. শামসুল আহসান মাকসুদ,বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান,সহকারী অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. ফাতেমা মারিয়া খান, সেলিনা ফাতেমা বিনতে শহীদ সহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়