Dr.Liakat Ali
Published:2021-10-09 16:27:20 BdST
পোষ্ট গ্রাজুয়েট কারিকুলাম ও প্রেষণ নীতিমালা যুগোপযোগী করার কাজ করছে বিএসএমএমইউ
বিএসএমএমইউ সংবাদ দাতা
_____________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিল্টন হলে ৭ অক্টোবর ২০২১ইং তারিখে অধিভুক্ত পোষ্ট গ্রাজুয়েট কারিকুলাম ও প্রেষণ নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার বিশ্বের সাথে তাল মিলিয়ে সম্মিলিতভাবে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা.
এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: আরিফ খান । ক্যাপশন: প্রশান্ত মজুমদার।
আপনার মতামত দিন: