Dr.Liakat Ali
Published:2021-10-05 00:59:32 BdST
বিএসএমএমইউর বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হল:উপাচার্য নিজেও রোগী দেখেছেন
বিকালে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখেছেন
বিএসএমএমইউ সংবাদ দাতা
_______________________
কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বৈকালিক স্পেশালাইজড আউডোর অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নির্দেশে চালু হয়েছে। আজ সোমবার ৪ অক্টোবর ২০২১ইং তারিখে বিকালে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই মহতী চিকিৎসাসেবা কার্যক্রম প্রদান করা হচ্ছে। এসকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিকাল ৩টা থেকে রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করে থাকেন । মাননীয় উপাচার্য মহোদয় জানিয়েছেন, রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউডোর সার্ভিস অব্যাহত রাখা হবে। উপাচার্য মহোদয় আজ সোমবার বিকালে রোগী দেখার পর বিভিন্ন বিভাগে চলমান বৈকালিক স্পেশালইজড আউটডোরের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হওয়ায় সেখানে আগত রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। উপাচার্য মহোদয়ের বৈকালিক স্পেশালাইজড আউটডোর পরিদর্শনকালে সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী । নিউজ: প্রশান্ত মজুমদার।
আপনার মতামত দিন: