Dr. Aminul Islam

Published:
2021-09-23 23:26:56 BdST

বিএসএমএমইউর চিকিৎসাবিদদের পথিকৃৎ অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর স্মরণে আলোচনা অনুষ্ঠিত


 

বিএসএমএমইউ সংবাদ দাতা
_________________________

চিকিৎসাবিদদের পথিকৃৎ, উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর স্মরণে ‘সেবাই পরম ধর্ম’ শীর্ষক আলোচনা সভা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশন এর মাননীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. সারোয়ার আলী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সাধরণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক।

আলোচনা সভা বক্তারা চিকিৎসা শিক্ষা ও সেবায় অসামান্য অবদান রাখা অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়