Dr. Aminul Islam

Published:
2021-09-10 14:53:29 BdST

বিডিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত: বিএসএমএমইউ উপাচার্যের সন্তোষ


 

বিএসএমএমইউ সংবাদদাতা
________________

২০২০-২০২১ইং শিক্ষাবর্ষে বিডিএস (ডেন্টাল) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বাণিজ্যিক অনুষদের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় এ সময় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরের ৩০ এপ্রিল এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তখন এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়