Dr.Liakat Ali

Published:
2021-09-05 01:26:34 BdST

বিএসএমএমইউতে ২০ হাজার লিটারের বিশাল অক্সিজেন ট্যাংক চালু করলেন উপাচার্য


 

বিএসএমএমইউ সংবাদ দাতা

__________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাংক, সংস্কারোত্তর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), পুন সংস্কারোত্তর টিচার্স লাউঞ্জ এর শুভ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ, বি ও ডি ব্লকের সামনে এসব উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএসএমএমইউতে করোনা রোগীর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা রোগীদের যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, একইভাবে যেসব রোগীদের অপারেশনের প্রয়োজন তাদেরও অক্সিজেনের দরকার হয়। সে কারণেই কোভিড ও নন কোভিড উভয় ধরণের রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এই অক্সিজেন ট্যাংক চালু করা হয়েছে।’

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে টিকার কার্যকারিতা নিয়ে এন্টিবডির বিষয়ে এবং করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নির্ধারণের জেনোম সিকোয়েসিং বিষয়ে গবেষণা কার্যক্রম চালু করা হয়েছে। ক্যানসার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফ্লো সাইটোমেট্রি মেশিন চালু করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গরূপে স্টেম সেল থেরাপি চালু করা হবে। রোগীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে এবং যেকোনো পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়