Dr.Liakat Ali

Published:
2021-08-31 23:40:43 BdST

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না: বিএসএমএমইউ উপাচার্য


 

বিএসএমএমইউ সংবাদ দাতা
______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, ঐতিহাসিক ৬ দফার মাধ্যমেই বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিদায় দিয়েছিলেন। বঙ্গবন্ধু বিশ্বের এমন এক মহান নেতা ছিলেন যিনি বিরোধী দলীয় নেতা হয়েও দেশ পরিচালনা করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই বঙ্গবন্ধু ভারতীয় সৈন্যদের তাদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর হাতেই যুদ্ধবিধস্ত বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ২২২৭ ডলারে উন্নীত হয়েছে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনির অবিলম্বে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান।

আজ মঙ্গলবার ৩১ই আগস্ট ২০২১ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে অধ্যাপক ডা. হারিসুল হক রচিত ‘বঙ্গবন্ধুর স্বাস্থ্য ভাবনা’ ও সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হোসেন রতন রচিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিটি বাক্যের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ’ শীর্ষক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস ২০২১ ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও কবিতা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আজ মঙ্গলবার মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর সবুজায়ন বাস্তবায়নের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। মহতী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে আজ মঙ্গলবার মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাহবাগ মোড়ে জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে স্বাধীনতা ফিজিওথেরাপিস্ট পরিষদ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায়, দোয়া-মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফিজিওথেরাপিস্ট পরিষদের সভাপতি আলী ইমাম কাউসার। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়