SAHA ANTAR

Published:
2021-08-27 00:14:32 BdST

বিএসএমএমইউ মিডিয়া সেলের শুভ উদ্বোধন করলেন মিডিয়া-বন্ধু উপাচার্য



বিএসএমএমইউ সংবাদ দাতা


_________________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ ২৬ আগস্ট ২০২১ইং তারিখে বি ব্লকের দ্বিতীয় তলার ১৪৪নং কক্ষে মিডিয়া সেলের শুভ উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সংবাদ মানুষকে আরো বেশি করে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি আরো সুদৃঢ় করতে এবং দেশ-বিদেশে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মিডিয়া সেল চালু করা হ’ল। এর মাধ্যমে সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক আরো জোরদার হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন মিডিয়া সেলকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের হাতে মিডিয়া সেলের উদ্বোধন এক ঐতিহাসিক উদ্যোগ। উপমহাদেশের একজন বরেণ্য চক্ষু চিকিৎসক হিসেবে তিনি বরণীয়। তেমনি তিনি স্বয়ং একজন মিডিয়া ব্যাক্তিত্বও। সাংবাদিক বন্ধুরা শ্রদ্ধা ও ভালোবাসায় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যারকে মিডিয়া বন্ধু হিসেবে অনেকেই আখ্যায়িত করেন।

মহতী এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মোঃ রসুল আমিন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পিএস ১ সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পিএস ২ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের স্পেশাল এ্যাসাইনমেন্ট অফিসার ড. আশিকুর রহমান বিপ্লব, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস । নিউজ: প্রশান্ত মজুমদার। ছবি: মোঃ সোহেল গাজী।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়