ডেস্ক

Published:
2021-08-02 03:59:47 BdST

চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্তঃসত্ত্বা মায়েরাও টিকা নিতে পারেন: বিএসএমএমইউ উপাচার্য


 

ডেস্ক / সংবাদ বিজ্ঞপ্তি
________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রোগীদের জন্য করোনা ভাইরাস দ্রুত সনাক্তকরণের লক্ষে র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। আজ রবিবার ১লা আগস্ট ২০২১ইং তারিখ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ র‌্যাপিড এন্ডিজেন টেস্ট এর শুভ উদ্বোধন করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকবৃন্দের পরামর্শ অনুযায়ী রোগীরা কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ পাবেন।

বাংলাদেশে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এই মহতী কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীসহ অনান্য সমস্যাকে মোকাবিলা করে যাচ্ছেন। সরকার উপজেলা পর্যায়েও করোনা ভাইরাস সনাক্তকরণের পরীক্ষার ব্যবস্থা করেছেন। আমি গ্রামের মানুষকে অনুরোধ করব, তারা যেনো শরীরে করোনা ভাইরাস সংশ্লিষ্ট কোনো লক্ষণ দেখা দিলেই উপজেলায় গিয়ে টেস্ট করান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হওয়ায় রোগীদের ভর্তি, অপারেশন করা সহ অত্যন্ত জরুরি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান দ্রুততার সাথে করা সম্ভব হবে। মহতী এই সেবা কার্যক্রম প্রয়োজনে ভবিষৎতে বহির্বিভাগেও চালু করা হবে। এদিকে মাননীয় উপাচার্য কার্যালয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে অন্তঃসত্ত্বা মায়েরা ঝুঁকিতে রয়েছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এ অবস্থায় তারা যেনো চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়