ডেস্ক

Published:
2021-07-20 03:48:37 BdST

রোগীর সাথে যত ভালো ব্যবহার, সে তত ভালো চিকিৎসক হতে পারবে: বিএসএমএমইউ উপাচার্য


 

সংবাদ দাতা

____________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং অত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার আজ সোমবার ১৯ জুলাই ২০২১ইং তারিখে কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাননীয় উপাচার্য মহোদয় কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অগ্রগতির খোঁজ-খবর নেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এদিকে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় এ ব্লক অডিটোরিয়ামে করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগামে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, রোগীদের সাথে যে যত ভালো ব্যবহার করবে, সে তত ভালো চিকিৎসক হতে পারবে। মাননীয় উপাচার্য বলেন, গত দেড় বছরে রোগীরা দেশের বাইরে না গিয়ে দেশেই চিকিৎসা নিয়েছেন। দেশের রোগীদের যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় সেভাবেই চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখতে হবে। গত দেড় বছরে রোগীরা দেশের বাইরে না যাওয়ায় কমপক্ষে পাঁচ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। মাননীয় উপাচার্য আরো বলেন, করোনার এই মহামারীর সময়সহ সব সময়ই সারাদেশের মধ্যে চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রধানতম ভূমিকা রেখে চলছে এবং এই ধারা অব্যাহত রাখতে হবে। এদিকে মাননীয় উপাচার্য মহোদয় ‘অটোমেশন এন্ড ডিজিটাল সাপোর্ট সিস্টেম প্রিজেন্টেশন’ সংক্রান্ত সভায় এবং জুমে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ও ‘ক্রাইটেরিয়া এন্ড স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল ফর রিকোগনাইজিং মেডিক্যাল এন্ড ডেন্টাল কলেজেস’ বিষয়ক সভায় অংশ নেন। কোভিড হাসপাতাল পরিদর্শনকালে ও বিভিন্ন প্রোগামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অদিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিলেন ৭৮০ জন

এদিকে আজ বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ১৯ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার ৬ শত ৮৫ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৭ হাজার ১ শত ৫৯ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে ১৯ জুলাই ২০২১ইং তারিখে ৭ শত ৮০ জনসহ মোট ৩ হাজার ১ শত ৪০ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গত ১৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫ শত ৬৪ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন। আজ ১৯ জুলাই ২০২১ইং পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার মোট ৬০ হাজার ৬ শত ৯৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন এবং গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ১৯ জুলাই পর্যন্ত ১০ হাজার ৬ শত ৯০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৮ শত ২৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৮ শত ১০ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ২০৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।

 

সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব ও সুব্রত বিশ্বাস। 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়