ডেস্ক

Published:
2021-07-14 23:11:28 BdST

বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন, রোবটিক সার্জারি চালু হচ্ছে



ডেস্ক
__________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন, রোবটিক সার্জারি চালু হচ্ছে। এ নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে এবং চালুর দরকারী নির্দেশনা দিলেন
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউ র তরফে এক সংবাদ বিবরণে জানানো হয়,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি চালুর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা হাসপাতাল স্থাপনের চলমান কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আজ ১৪ জুলাই ২০২১ইং তারিখে একাধিক সভায় তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও মাননীয় উপাচার্য মহোদয় ডি ব্লকের সামনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এদিকে মাননীয় উপাচার্য মহোদয় ডা. মিল্টন হলে টিচিং লোড এ্যাসেসমেন্ট শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন এবং মাননীয় উপাচার্য মহোদয় তাঁর কার্যালয়ে করোনা মহামারীর এই সময়ে ডিজিটাল হেলথকেয়ারের অবদানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
এসকল সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইজারের টিকা নিলেন ১১৩৪ জন
এদিকে আজ বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৪ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৬৩ হাজার ৪ শত ২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৬ হাজার ২ শত ১৪ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ ১৪ জুলাই ২০২১ইং তারিখে ১ হাজার ১ শত ৩৪ জন সহ এ পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫ শত ৬৪ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার ৫ শত ৫৪ জন এবং গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ১৪ জুলাই পর্যন্ত ১০ হাজার ৪ শত ৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৭ শত ১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৭ শত ২৩ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৯০ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার। ছবি: মোঃ সোহেল গাজী মোঃ আরিফ খান।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়