Dr. Roji Akter

Published:
2021-07-08 02:51:35 BdST

বিএসএমএমইউতে 'স্ট্রোক এন্ড ইনটারভেনশনাল নিউরোলজি ডিভিশন ' চালু হল



ডেস্ক
_________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিএসএমএমইউতে নিউরোলজি বিভাগের অধীনে ' স্ট্রোক এন্ড ইনটারভেনশনাল নিউরোলজি ডিভিশন ' খোলা হয়েছে। বিএসএমএমইউর সিন্ডিকেটের ৮২তম সভার অনুমোদন ক্রমে ৬ জুলাই ২০২১ তারিখে এ বিষয়ক অফিস আদেশ জারি হয়েছে।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিএসএমএমইউ-র মনোরোগ বিদ্যা বিভাগের প্রফেসর ডা. সুলতানা আলগিন এক শুভেচ্ছা বার্তায় নতুন এই "স্ট্রোক এন্ড ইনটারভেনশনাল নিউরোলজি ডিভিশন" চালুকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএসএমএমইউর বর্তমান কর্মবীর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমদ স্যারের দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে বিএসএমএমইউ প্রতিদিনই মানব কল্যাণের কাজে এগিয়ে যাচ্ছে । এগিয়ে যাচ্ছে রোগী ও মানুষের একান্ত কাছে । তাদের সেবায় নতুন নতুন দিগন্ত উম্মোচিত হচ্ছে্ । "স্ট্রোক এন্ড ইনটারভেনশনাল নিউরোলজি ডিভিশন" তাঁরই নেতৃত্বে অনন্য ঐতিহাসিক উদ্যোগ।
অধ্যাপক আলগিন বলেন,
এই কর্মযজ্ঞের সাথে যুক্ত নিউরোলজি বিভাগের অধ্যাপক, শিক্ষক, চিকিৎসকদেরকে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা।
রোগীরা প্রয়োজনীয় সেবা পাক। বিএসএমএমইউ শীর্ষ সেবালয় হিসেবে সকলের ভালবাসা ধন্য হোক।

এই কর্মযজ্ঞের সাথে যুক্ত অধ্যাপক ডা. সুভাষ দে জানান,
BSMMU তে stroke রোগীদের চিকিৎসার জন্য আজ এক মাইলফলক সূচিত হল।
Stroke and Interventional Neurology আলাদা division হিসাবে খোলা হলো।
আমাদের visionary and dynamic VC Prof Sharfuddin sir সেজন্য স্মরনীয় হয়ে থাকবেন।
Neurology dept এর dynamic chairman Prof Rizvi sir এর পক্ষ থেকে Respected VC Prof Sharfuddin sir, Dean Prof Masuda Madam, all chairman and professor of different disciplines
Of BSMMU কে ধন্যবাদ জানাই। আগামীর পথ চলায় সবার সহযোগীতা কামনা করি।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়