ডেস্ক

Published:
2021-07-08 00:56:48 BdST

বিএসএমএমইউর সিন্ডিকেটে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’ খোলার সিদ্ধান্ত অনুমোদন


 

ডেস্ক
________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউর ৮২তম সিন্ডিকেট সভায় ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’ খোলার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে ।

 

 হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এক অনন্য বিবৃতিতে জানান,

আজ বাংলাদেশে হেপাটোলজির জন্য একটি মাইলফলক দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’ খোলার সিদ্ধান্ত।


আজ বিশ্ববিদ্যালয়র ভাইস চান্সেলর মহোদয়ের কাছ থেকে এ সংক্রান্ত আনুস্ঠানিক অর্ডারটি গ্রহন করলাম।

আমাদের অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

এর মাধ্যমে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ হেপাটোলজির একটি স্বতন্ত্র সাব-স্পেশিয়ালটির স্বীকৃতি পেলো।

বাংলাদেশের হেপাটোলজিস্টরা গত কয়েক বছর ধরে দেশে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন, প্লাজমা এক্সচেন্জ, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ যেসব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছেন, তারই ধারাবাহিকতায় আজ এদেশে হেপাটোলজির এই অর্জন ।

এর ফলে চিকিৎসা, ট্রেনিং ও গবেষনায় নতুন সম্ভাবনার সৃষ্টি হলো।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়