ডেস্ক

Published:
2021-07-08 00:13:38 BdST

বিএসএমএমইউর নতুন প্রো ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ


 

ডেস্ক
________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ( প্রো ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারী অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ।
তিনি সার্জিক্যাল অনকোলজি র অধ্যাপক।
রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য  এড.আব্দুল হামিদ তাঁকে  এই নিয়োগ দেন ৭/৭/২১ জারি করা প্রজ্ঞাপণে।
তিনি ২/৮/২১ থেকে দায়িত্ব নেবেন।

নতুন প্রোভিসি অধ্যাপক ডা ছয়েফ উদ্দীন আহমেদ এর নিয়োগে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি বলেন, অধ্যাপক ডা ছয়েফ উদ্দীন আহমেদ বাংলাদেশের বরেণ্য চিকিৎসক। সার্জারী অনুষদের ডীন হিসেবে তিনি অনন্য কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। লোকসেবায় তাঁর অবদান অতুলনীয়।
বিএসএমএমইউ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা অধ্যাপক ডা ছয়েফ উদ্দীন আহমেদ স্যারের নিয়োগে একজন কল্যাণী অভিভাবক পাবে বলে আন্তরিকভাবে বিশ্বাস করি।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়