ডেস্ক

Published:
2021-06-30 22:41:59 BdST

বিএসএমএমইউতে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক পপুলেশন ইনস্টিটিউট হচ্ছে


 

বিএসএমএমইউ সংবাদদাতা

_________________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচনের অনন্য উদ্যোগ নেয়া হয়েছে। বাংলা দেশের স্বাস্থ্য সেবা র শীর্ষ সেবালয় বিএসএমএমইউ তে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক পপুলেশন ল্যাব বা ইনস্টিটিউট করা হবে ।

আজ বুধবার (৩০ জুন) বিএসএমএমইউর ডা. মিল্টন হলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে বিপ্লব এনেছে।’

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কমিউনিটি ক্লিনিককে সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মহিলাদের জরায়ু মুখ ও স্তুন ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধি, নিবন্ধন, স্ক্রীনিং এর জন্য রেফারাল, পজিটিভ মহিলাদের চিকিৎসা ব্যবস্থা, গবেষণার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করা সম্ভব হবে।’

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়