Dr. Aminul Islam

Published:
2021-05-24 13:32:18 BdST

বিএসএমএমইউতে টিকা নিয়েছেন প্রায় ১ লাখ


 

ডেস্ক
___________

বিএসএমএমইউতে টিকা নিয়েছেন  এ পর্যন্ত  প্রায় ১ লাখ। 

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৭ হাজার ১২১ জন। এর মধ্যে ২৩ মে পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৬৫ জন। আর গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

বিএসএমএমইউয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ২৯৬ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত এই ক্লিনিকে ৯৬ হাজার ৪৪৮ জন চিকিৎসাসেবা নিয়েছেন। একই হাসপাতালের করোনা ইউনিটে আজ সকাল আটটা পর্যন্ত ৮ হাজার ৭৪৮ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১৮৯ জন। বর্তমানে ৫৭ জন রোগী ভর্তি আছেন এবং আইসিইউতে ৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়