Dr. Aminul Islam

Published:
2021-03-30 01:49:59 BdST

রোগী যেন বিদেশ না যায়,উন্নত চিকিৎসাসহ ৫টি কল্যাণ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন নতুন উপাচার্য


 

ডেস্ক
-------------------
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে গুরু দায়িত্ব নিয়ে ৫টি জনকল্যাণী মহত্তম পদক্ষেপ নেওয়ার কথা জানালেন আধুনিক চিকিৎসক প্রজন্মের দিশারি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
দায়িত্ব গ্রহণের পর বিএসএমএমইউ র সকল শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানান।

 

দায়িত্ব নিয়ে অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এখানে কাজ করছি। বিএসএমএমইউ আমার প্রাণ। এই প্রতিষ্ঠানের প্রতি আমার মমত্ব, ভালবাসা ও কমিটমেন্ট সবকিছুর আগে।

তিনি ৫টি জনকল্যাণকর অগ্রণী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন।

১.
মেডিক্যাল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টা করব।
২. স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

৩.
দেশের বাইরে যাতে রোগী না যায়, সেজন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

৪. বিএসএমএমইউর শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ শিক্ষা পান, এ ব্যাপারে ভূমিকা নেবো।
৫.
বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়াও তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ডা. শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

 

ওদিকে ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বিএসএমএমইউ র মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন এক শ্রদ্ধা বার্তায় অভিনন্দন জানান নতুন উপাচার্যকে। বলেন, অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ শিক্ষক হিসেবে বরণীয়। প্রজ্ঞা, নেতৃত্ব, মানবসেবায় তিনি অগ্রণী। তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএসএমএমইউ বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসা বিদ্যাপীঠ হিসেবে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতা অর্জন করবে, এই প্রত্যাশা করি ।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়