SAHA ANTAR

Published:
2021-03-30 01:02:16 BdST

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউ র নতুন উপাচার্য, অভিনন্দন



ডেস্ক
-------------------
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক মহাসচিব, বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) এবং বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্যের  রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নিয়োগ করেছেন।

আজ সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের  অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়াও তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ডা. শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বিএসএমএমইউ র মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন এক শ্রদ্ধা বার্তায় অভিনন্দন জানান নতুন উপাচার্যকে। বলেন, অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ শিক্ষক হিসেবে বরণীয়। প্রজ্ঞা, নেতৃত্ব, মানবসেবায় তিনি অগ্রণী। তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএসএমএমইউ বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসা বিদ্যাপীঠ হিসেবে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতা অর্জন করবে, এই প্রত্যাশা করি ।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়