SAHA ANTAR

Published:
2021-03-10 21:26:12 BdST

এক নবীন মনোরোগ বিশেষজ্ঞর সরল কথা


 

ডা. কৃষ্ণ রায়

------------------------

সেই মার্চ ২০১৩ সালে মানসিক রোগ বিশেষজ্ঞ হবার যাত্রা শুরু। মাঝে দুই বছর উপজেলায় সরকারি চাকরি। দীর্ঘ-দুস্তর এই পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারার অনুভূতি এ মুহূর্তে আমার বর্ণনার অতীত। অসীম ধৈর্যের এ দুঃসাধ্য পথ পাড়ি দিতে কখনো কখনো নিজের প্রতি আস্থাই হারিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম আমার পক্ষে হয়তো সম্ভব না। যদিও সবসময়ের পছন্দ মানসিক রোগ বিষয়ে পড়াশোনা করা, স্বপ্নের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ, অসাধারণ এক ডিপার্টমেন্টে কাজের সুযোগ, অসাধারণ সব স্যারদের ছাত্র হতে পারাকে জীবনে পরম সৌভাগ্য বলে মানি।

২০১৩ সালে আমার শুরুটা হয়েছিল কুলসুম আপা, মারুফ ভাই, Hasnat Sajib ভাই, Panchanan Acharjee দা, Srijon Ahmed আপা, বন্ধু মাহমুদের মত চমৎকার সব ব্যাচমেট পেয়ে। তারপর দুই বছর সরকারি চাকরি শেষে আবার যখন ডিপার্টমেন্টে ফিরি তখনও পেলাম Tayabur Rahman Royal ভাই, Mishkat Ahsan আপা, বন্ধু Himadri Mohajan Himu, Fariduzzaman Rana, Redwana Hossain, Taslima Yasmeen Chowdhury, সজীব আবেদিন এর মত আপন করে নেয়া অসাধারণ সব কলিগ।

পরম শ্রদ্ধেয় দেশবরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ স্যারদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। শ্রদ্ধেয় অধ্যাপক এবং আমার থিসিস গাইড Mohammad Mullick স্যার, অধ্যাপক Jhunu Shamsun Nahar ম্যাডাম, অধ্যাপক সালাম স্যার, বিভাগীয় চেয়ারম্যান এবং আমার সুপারভাইজার অধ্যাপক Shalahuddin Qusar Biplob স্যার, অধ্যাপক Nahid Mahjabin Morshed ম্যাডাম, অধ্যাপক মহসিন স্যার, সহযোগী অধ্যাপক আলগিন ম্যাডাম, সহযোগী অধ্যাপক হাফিজ স্যার, সহযোগী অধ্যাপক Md. Shamsul Ahsan Maksud স্যার, সহকারী অধ্যাপক সেলিনা ম্যাডাম, সহকারী অধ্যাপক সিফাত ম্যাডাম, এবং থিসিসে সর্বতোভাবে সহযোগীতার জন্য Saleh Uddin Suman স্যার, সবার প্রতি আমার ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

সহকারী অধ্যাপক, যবিপ্রবি রাজিব কান্তি রায় এবং আবারো পঞ্চানন দাকে ধন্যবাদ থিসিসে আপনাদের অশেষ সহযোগীতার জন্য।

কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রতি আমাকে ডেপুটেশন দেয়ার জন্য, কৃতজ্ঞতা দীর্ঘ-দুস্তর এ যাত্রায় আমার পরিবারকে সর্বান্তকরণে পাশে থাকার জন্য, কৃতজ্ঞতা এ পর্যন্ত আমার দেখা রোগী সকল আপনারা যারা হাসি মুখে আমাদের শিখতে দিয়েছেন, প্রিয় এমবিবিএস ক্যাম্পাস 'খুলনা মেডিকেল কলেজ', অসাধারণ মেধাবী সব সিনিয়র-জুনিয়র সাবেক ও বর্তমান রেসিডেন্ট কলিগ, ওয়ার্ডে যার কাছে সবসময় শিখেছি সেই Wasima Rahman আপা, শুরুর দিকে Syed Faheem Shams ভাই; সবসময়ের কাছের বন্ধু পলাশ চন্দ্র দে, Zillur Rahman এবং Mamunoor Rashid, আর এই স্নাতকোত্তর কোর্সে আমার দুর্দিন-সুদিন সবসময়ের সহযাত্রী Anowar Hossain ভাই এবং মিশকাত আপা।

সবার এত ভালোবাসা, সহযোগীতায় ক্ষুদ্র আমি পেশাগত জীবনে অসামান্য এ মাইলফলক অর্জনে কেবলই মনেহয় "এ মণিহার আমায় নাহি সাজে"। ????

ডা. কৃষ্ণ রায়, এমবিবিএস, এমডি (মনোরোগ বিদ্যা)

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়