ডাক্তার প্রতিদিন

Published:
2020-06-13 16:50:40 BdST

করোনায় অধ্যাপক জহিরুলসহ চিকিৎসকদের মৃত্যু: যে শিক্ষা দিয়ে গেল


অধ্যাপক ডা. তসলিম উদ্দিন
বিএসএমএমইউ
______________________
Lessons Learnt:

Bangabandhu Sheikh Mujib Medical University প্রয়াত অধ্যাপক ডাঃ গাজী জহিরুল হাসান সহ বেশ ক'জন নামীদামী চিকিৎসক সম্প্রতি:COVID-19 কারনে নিহত হয়েছেন।

আমি সকলের জন্য দোয়া করি, শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

স্বভাবতই একজন সহকর্মী কেন নিহত হলেন- কি চিকিৎসা নিয়েছেন জানার চেষ্টা করে বুঝতে পারলাম এঁদের করোনা উপসর্গ ছিল কিন্তু
-প্রথম স্যাম্পল নেগেটিভ-
- করোনা silent killer: রোগ উপসর্গ যথেষ্ট প্রকাশ হয় না- কিন্তু রোগ progressive.
-যথেষ্টই গুরুত্ব দিয়ে করোনা চিকিৎসা হয়নি (anticoagulant was the most essential one)
- অন্য supportive treatment ও গুরুত্ব পায়নি
- অবস্থা হঠাৎই খারাপ হলেও adequate treatment নিয়ে প্রশ্ন আছে।

আশাকরি চিকিৎসা কর্মী
১.এসব case analysis করবেন এবং এখান থেকেই lessons নিবেন। যেমনঃ corona suspects should be admitted in isolation wards.Revision of national guidelines: "asymptotic home care"

২.মেধাবী মানুষর-দের খেয়াল রাখবেন

৩. করোনা Observation ward (step up - step down) চালু করন

৪. যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও পরামর্শ দিবেন।

না হলে ১৪ডিসেম্বর৭১ এর মত আমরা আবার মেধাবী-হারা হয়ে যেতে পারি।

_____________________________

AD..

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়