ডাক্তার প্রতিদিন

Published:
2020-06-05 15:42:32 BdST

চিকিৎসাবিদ্যার নক্ষত্র অধ্যাপক ডা.গোলাম কিবরিয়া করোনার করাল গ্রাসে চলে গেলেন



ডেস্ক
___________________

বাংলাদেশের চিকিৎসাবিদ্যার নক্ষত্র, সদা অমায়িক, প্রখ্যাত ইউরোলজিস্ট ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া স্যার আর নেই। ৪ জুন মধ্যরাতে তিনি প্রয়াত হন । তিনি কোভিদ ১৯ পজিটিভ ছিলেন। ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের চিকিৎসা বিদ্যার যে ক্ষতি হল, তা পূরণ হওয়ার নয়। তিনি নক্ষত্র সম ছিলেন। লাখো রোগীর জীবন বাঁচিয়েছেন। তিনি বাংলাদেশের চিকিৎসাবিদ্যার ইতিহাসে নক্ষত্র হয়েই রইবেন।

বাংলাদেশের শীর্ষ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস : বিসিপিএস এক শোক বিজ্ঞপ্তিতে জানায়,
অধ্যাপক এস.এ.এম. গোলাম কিবরিয়া, কাউন্সিলর ও প্রাক্তন সভাপতি, বিসিপিএস (ফেলোঃ ১০৭, বিষয়ঃ সার্জারী) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪-০৬-২০২০ তারিখ দিবাগত রাত ১২-৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও বিসিপিএস-এ তাঁর অবদানের কথা স্মরণ করে, তাঁর প্রতি কৃতজ্ঞতার সাথে জ্ঞাপন করছি বিনম্র শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি জানান,
অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

অনারারি সচিব, বিসিপিএস।

 

_______________________

 

AD...

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়