Ameen Qudir

Published:
2020-04-15 17:59:16 BdST

দেশকে বাঁচাতে যে কোন মূল্যে ডাক্তারদের সুরক্ষিত রাখুন



লেখকের ছবি

অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার
বাংলাদেশের প্রথিতযশ
মনোরোগ বিশেষজ্ঞ
প্রাক্তন চেয়ারপারসন , মনোরোগ বিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা
______________________

এখন সময় এসেছে ডাক্তার, নার্স ও স্বাস্হ্যকর্মীদের রিজার্ভে রেখে পরিমিত ভাবে ব্যবহার করার। যত কম সংখ্যক স্বাস্হ্যকর্মী দিয়ে সেবা দেয়া সম্ভব সেটাই করতে হবে। প্রয়োজনে রোস্টার করে সেবা চালানো যেতে পারে। অন্যদেরকে পরবর্তী লাইনে রাখতে হবে।
সব কর্মী একসাথে হাসপাতালে কাজ করলে অনেকের মধ্যেই করোনা সংক্রমণ হতে পারে। আর এখন যখন কমিউনিটি সংক্রমন শুরু হয়েছে তখন কোন্ হাসপাতালের কোন্ ওয়ার্ড থেকে করোনা ছড়াবে তা বলা কঠিন। সব স্বাস্হ্যকর্মী একসাথে আক্রান্ত হলে আর কোয়ারিন্টিনে গেলে কি অবস্হা হবে স্বাস্হ্য সেবার? মনে রাখতে হবে আমাদের দেশে ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্হ্যকর্মীর অপ্রতুলতা রয়েছে। তাছাড়া আইসিইউ জনবল আরো কম।
ডাক্তাররা কাজের পরে বাসায় গেলে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।
ডাক্তারদের থাকা-খাওয়ার কি হবে? তাদের ছোট ছোট বাচ্চাদের কে দেখবে? এদিকেও মনোযোগ দেয়ার প্রয়োজন হয়েছে আজ।
গতকাল দুজন জুনিয়র ডাক্তারের পোস্ট দেখলাম। চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন, অন্যজন নুডল্স সিদ্ধ করে ক্ষিধে মেটাচ্ছেন। এ সময় মার হাতের রান্নার কথাও তারা উল্লেখ করেছেন।

মুম্বাই-এর তাজ হোটেল ডাক্তার স্বাস্হ্যকর্মীর জন্য উন্মুক্ত; মালয়েশিয়ার রানী নিজ হাতে রান্না করে হাসপাতালে পাঠাচ্ছেন; অনেক দেশে নাগরিকরা বারান্দা থেকে হাততালি দিয়ে গান গেয়ে চিকিৎসকদের উৎসাহিত করছেন; জরুরী সেবাদানকারীদের বাচ্চাদের দেখভালের দ্বায়িত্ব নিয়েছেন অনেক প্রতিষ্ঠান।
আমাদের দেশেও সাধুবাদ পাওয়ার মতো কাজ করছেন অনেকেই। ডাক্তারদের জন্য হোটেলে ফ্রি থাকবার ব্যবস্হা; কেউ কেউ ডাক্তারদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক গান গাইছেন, প্রণোদনা ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

ডাক্তারদের ওথ নিয়ে গণমাধ্যমে প্রায়ই কথা শুনছি। ওথে যে এটাও আছে সর্বোচ্চ মানের সেবা দানের জন্য ডাক্তার তার নিজের স্বাস্থ্য, কল্যান ও সামর্থ্যের দিকে যত্নবান হবেন।

Hippocratic Oath for physicians around the world has been approved by the World Medical Association in 2017.
There is a clsuse in this oath

AS A MEMBER OF THE MEDICAL PROFESSION:

I SOLEMNLY PLEDGE ....

I WILL ATTEND TO my own health, well-being, and abilities in order to provide care of the highest standard;

I MAKE THESE PROMISES solemnly, freely, and upon my honour.

ডাক্তারদের সুরক্ষিত রাখুন, তাদের উজ্জীবিত করুন। মনোবল উন্নত রাখতে তাদের কাঁধে হাত রাখুন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়