Ameen Qudir

Published:
2019-12-20 03:49:14 BdST

অধ্যাপক ডা.আবদুল্লাহ প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ পাচ্ছেন



ডেস্ক
____________________


একুশে পদক বিজয়ী লোকসেবী চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ পাচ্ছেন। এখন প্রজ্ঞাপণ জারিই কেবল বাকি। এ বি এম আবদুল্লাহর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এ তথ্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের মেডিসিনের প্রধান অধ্যাপক ও মেডিসিন ফ্যাকাল্টির ডীন হিসেবে এবং পরম সজ্জন রোগীসেবী হিসেবে   ভূবন খ্যাতি লাভ করেন। পরে পূর্ণ মেয়াদ শেষে অবসরে যান।
এ বি এম আবদুল্লাহ (জন্ম: ১৯৫৪) গবেষণায় অবদানের জন্যে ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

অধ্যাপক আবদুল্লাহ ছয়টির বেশি মেডিকেল পুস্তক রচনা করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল:

শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন
লং কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন
ইসিজি অব মেডিক্যাল প্র্যাকটিস
রেডিওলজি অব মেডিক্যাল প্র্যাকটিস
তার রচিত এ সকল মেডিকেল পুস্তক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রিটেনসহ আরব বিশ্বের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত তার স্বাস্হ্য বিষয়ক কলামগুলো নিয়ে প্রকাশিত হয়েছে : স্বাস্হ্য বিষয়ক নির্বাচিত কলাম
তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেন।
২০১৫: "শর্ট কেস অফ মেডিসিন" নামক পুস্তকটি রচনার জন্য " ইউজিসি অ্যাওয়ার্ড-২০১৩" অর্জন করেন।
২০১৬: গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন ।
২০১৭: বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত ফেলোশিপ লাভ করেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়