Ameen Qudir

Published:
2016-11-11 19:42:37 BdST

এমডি রেসিডেন্সি ১০ ০০০ ডাক্তারে চান্স পাবেন ১০০০


 

 

আহির ফা হিয়ান বুবকা
নির্বাহী সম্পাদক
ডাক্তার প্রতিদিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি- বিএস এম এম ইউর এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তীব্র লড়াই হয়ে গেল আজ।

 

চিকিৎসকদের উচ্চতর কো‌র্সে(MD residency phase A) ঢোকার জন্য প্রায় ১০ হাজার ডাক্তার এই ভর্তিযুদ্ধে অংশ নেন। এর মধ্যে এক হাজার চান্স পা‌বেন । নয় হাজার পা‌বেন না । তীব্র প্র‌তি‌যো‌গিতাপূর্ণ এ যু‌দ্ধে বিজয়ী হওয়া মানে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পথে চুড়ান্ত ধাপে এগিয়ে যাওয়া।

এই পরীক্ষায় অংশ নিতে এমবিবিএস পাশ ডাক্তাররা নিয়েছেন কঠিন প্রস্তুতি। নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করেছেন অক্লান্ত। দিনের ১৭/ ১৮ ঘন্টা অনেকে পাঠে ব্যয় করেছেন।

পেশায় ঢুকে পড়া ডাক্তাররা ডিউটির পাশাপাশি পাঠপ্রস্তুতিকেও সামলেছেন।
এরপরও প্রতি দশ জনে চান্স পাবেন মাত্র একজন।
ভুক্তভোগী অনেকেরই দাবি- এমডি রেসিডেন্সিতে আসন আরও বাড়ানো হোক।

 

 

মনোরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট লেখক ডা. অধ্যাপক মোহিত কামাল এ নিয়ে চমৎকার ভাষ্য দিয়েছেন। ডাক্তার শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন,
যারা জয়ী হ‌বে তা‌দের শ্রম‌কে অ‌ভিনন্দন জানাই । যারা সু‌যোগ পা‌বে না তারাও মেধাবী ,ম‌নে রে‌খো ,হাল ছে‌ড়ে দিয়ো না । ভ‌বিষ‌তের জন্য তোমা‌দের অগ্রীম অ‌ভিনন্দন জা‌নি‌য়ে রাখ‌তে চাই ।নতুন যারা মে‌ডি‌কেল প্র‌ফেশ‌নে অাস‌তে চাও, ম‌নে সে সাহস র‌েখেই অাস‌তে হ‌বে ।অাত্ম‌বিশ্বাসী হওয়া জরু‌রি ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়