Ameen Qudir

Published:
2019-09-26 22:56:38 BdST

বস্তিতে গিয়ে মানুষকে চিকিৎসা দেন বিএসএমএমইউর এই অধ্যাপক:পাচ্ছেন লাখো মানুষের ভালবাসা


বস্তিতে গিয়ে মানুষকে চিকিৎসা দেন বিএসএমএমইউর এই অধ্যাপক: লাখো মানুষের ভালবাসা

ছবিঃ সংগৃহীত 

ডেস্ক
__________________

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের অধ্যাপক ড. মনজুরুল আলম। এখন তার নাম সবার মুখে মুখে। তার কাজের ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। হয়েছে ভাইরাল। জানা যায়, অধ্যাপক ড. মনজুরুল আলম তার ব্যস্ত শিডিউলের ফাঁকে নিয়মিত পৌঁছে যান রাজধানীর নানা এলাকার অবহেলিত চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে। বিনা ফিতে দেন চিকিৎসা।
তাঁর কাজ লোকচক্ষুর আড়ালেই চলছিল। কিন্তু সম্প্রতি ফেসবুকাররা তার জনসেবার ছবি তুলে ফেসবুক সহ নানা অনলাইন মাধ্যমে দেন। তারপর তাকে নিয়ে আলোচনা ও প্রশংসার ঝড়। সবার এককথা, এমন লোকসেবী ডাক্তার চাই। মানুষ যাকে পাশে পাবে।

শমরিতা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. শাহরিয়ার মাহমুদ জানান, ভদ্রলোক পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানের আতুরঘর খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের অধ্যাপক ড. মনজুরুল আলম। বস্তির বাচ্চাদের চিকিৎসা দিচ্ছেন।
একজন অধ্যাপক হয়ে এরকম দৃষ্টান্ত বিরল।
যারা চিকিৎসক বলতেই কসাই মনে করেন,
তারা দেখুন এরকম অনেক চিকিৎসক আছেন যারা নীরবে নিভৃতে আর্ত মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

ফার্স্ট এইড ফাউন্ডেশনের কর্মীরাও ভালবাসা শ্রদ্ধা জানান স্যরের এই কাজকে। শ্রদ্ধাপত্রে তারা লিখেছেন,
স্যালুট অধ্যাপক মঞ্জুরুল আলম স্যার কে !!!
ঢাকার মুগদার মান্ডা বস্তি এলাকায় শিশু-কিশোর কানের চিকিৎসা দিচ্ছেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মনজুরুল আলম, বিএসএমএমইউ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়